সোমবার, ০৫ Jun ২০২৩, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
মেলান্দহে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজনের চোখ নষ্ট

মেলান্দহে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজনের চোখ নষ্ট

নিজস্ব প্রতিবেদক ॥

জামালপুর জেলার মেলান্দহ পৌর এলাকার পাচোরপাড়া গ্রামের ১শ ১০ বছর বয়সী অশীতিপর বৃদ্ধ এফাজউদ্দিনের সাথে প্রতিবেশী আব্দুল জনৈক মৃত ফুল মাহমুদের ছেলে আব্দুল হাই(৬০)এর জমি সংক্রান্ত বিরোধ ও মামলা মোকদ্দমা বিচারাধীন আছে। এরই জের ধরে আব্দুল হাইয়ের নেতৃত্বে পাচোরপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মোতাহার (৪২), মইশিলার দুই ছেলে গেতা (৩৯) ও মজিদ (৫০) আব্দুল হাইয়ের ছেলে লাঞ্জু (৩৫), ফেক্কুর ছেলে ফকির(৩৫)সহ ১৪/১৫জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে  ১ জুন মঙ্গলবার সকাল ১১টায় অশীতিপর বৃদ্ধ এফাজউদ্দিনের বসতবাড়ির আঙ্গিনায় এসে এফাজউদ্দিনের নাম ধরে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় ঘর থেকে প্রথমে বেড়িয়ে আসে এফাজউদ্দিন ও তার মেয়ে রেজিয়া বেওয়া। এসময় রেজিয়া বেওয়া তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে রেজিয়া বেওয়ার ওপর চড়াও হয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে, এসময় অশীতিপর বৃদ্ধ এফাজউদ্দিন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা এফাজউদ্দিনকে আক্রমণ করে। তাদের ডাচিৎকারে রেজিয়া বেওয়ার ছেলে মোঃ রাজিব সরকার রাহেল এগিয়ে এলে হামলাকারীরা তাদের সকলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীদের লাঠির আঘাতে রাজিব সরকার রাহেলের ডান চোখ নষ্ট হয়ে যায়। এদিকে প্রকাশ্য দিবালোকে এ হামলার ঘটনায় এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে এবং যাওয়ার সময় তাদেরকে সময় সুযোগমত দেখে নেবে বলে হুমকি দিয়ে যায়। এলাকাবাসী রাজিব সরকার রাহেলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রাহেল জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com