ঢাকা April 20, 2024, 3:38 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে ২০ হাজার মানুষের পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

Link Copied!

মেলান্দহ প্রতিনিধি ।।

জামালপুরের মেলান্দহে নাংলা ইউনিয়নের চিনিতোলা গ্রাম সহ কয়েকটি গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা বাঁশের তৈরি ভাঙ্গা সাঁকো। হরিপুর, হরিপুর পাথালিশা, বাগুরপাড় নাংলা, বয়রাডাংগা, তালুকদারপাড়া, কুলিয়া ইউনিয়নের চিনিতোলা, পীরগাছা, তেঘুরিয়া, সিরিঘাট,পুগলিপাড়, মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি, পয়লা, ঠেংগাপাড়া গ্রামসহ বেশকয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের ও পারাপারের একমাত্র ভরসা ভাঙা বাঁশের সাঁকো। ৪নং নাংলা ইউনিয়নের চিনিতোলা তালতলা বাজার সংলগ্ন পশ্চিমে মাদারদহ নদীর শাখার উপর ভাঙ্গা বাঁশের সাঁকোটির অবস্থান। সরজমিনে ঘুরে জানা গেছে ,উল্লেখিত ভাঙ্গা বাঁশের সাঁকোটির উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের ও পারাপারের একমাত্র ভরসা এই ভাঙ্গা বাঁশের সাঁকোটি।সাঁকোটির উপর দিয়ে দৈনিক জীবন জীবিকার তাগিদে দৈনিক হাজার, হাজার মানুষ যাতায়াত করে।এদের মধ্যে রয়েছে স্কুল পড়ুয়া কোমলমতি শিশু এছাড়াও রয়েছে বৃদ্ধ মানুষ, স্কুল কলেজ পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থী ও হাটুরে মানুষ গুলো।এলাকাবাসী ও হাটুরে জনগণ জানায়,আমাদের ভোটে নির্বাচিত সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এম পি মহোদয় আমাদের বারবার আশ্বাস দিয়ে আসছেন বাঁশের সাঁকো অল্প কিছু দিন থাকবে আমি অতি তাড়াতাড়ি এখানে পুনাঙ্গ একটি সেতুর ব্যবস্থা করে দিব।জননেতা আলহাজ্ব মির্জা আজম এম পি মহোদয় আধুনিক জামালপুর জেলা গড়ার দক্ষ কারিগর তাহার নিকট আমাদের আকুল আবেদন তিনি যেন দ্রæত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের চলাচলের রাস্তা বাঁশের সাঁকোকে একটি পুণাঙ্গ সেতুর ব্যবস্থা করে দেয়।এটা এখন সাধারণ মানুষের একমাত্র জোড়ালো দাবি।যে কোন মূহুর্তে সাঁকো পারাপারের সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে।উন্নয়নশীল দেশে মানুষের যাতায়াতের বাঁশের তৈরি সাঁকো বিষয়টি সত্যই দুঃখজনক। তাই এলাকাবাসীর দাবি দ্রæত সেতুটি নির্মাণে বাস্তবায়ন এটাই এখন সাধারণ মানুষের প্রত্যাশা।