সোমবার, ০৫ Jun ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
মেলান্দহে ২০ হাজার মানুষের পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

মেলান্দহে ২০ হাজার মানুষের পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

মেলান্দহ প্রতিনিধি ।।

জামালপুরের মেলান্দহে নাংলা ইউনিয়নের চিনিতোলা গ্রাম সহ কয়েকটি গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা বাঁশের তৈরি ভাঙ্গা সাঁকো। হরিপুর, হরিপুর পাথালিশা, বাগুরপাড় নাংলা, বয়রাডাংগা, তালুকদারপাড়া, কুলিয়া ইউনিয়নের চিনিতোলা, পীরগাছা, তেঘুরিয়া, সিরিঘাট,পুগলিপাড়, মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি, পয়লা, ঠেংগাপাড়া গ্রামসহ বেশকয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের ও পারাপারের একমাত্র ভরসা ভাঙা বাঁশের সাঁকো। ৪নং নাংলা ইউনিয়নের চিনিতোলা তালতলা বাজার সংলগ্ন পশ্চিমে মাদারদহ নদীর শাখার উপর ভাঙ্গা বাঁশের সাঁকোটির অবস্থান। সরজমিনে ঘুরে জানা গেছে ,উল্লেখিত ভাঙ্গা বাঁশের সাঁকোটির উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের ও পারাপারের একমাত্র ভরসা এই ভাঙ্গা বাঁশের সাঁকোটি।সাঁকোটির উপর দিয়ে দৈনিক জীবন জীবিকার তাগিদে দৈনিক হাজার, হাজার মানুষ যাতায়াত করে।এদের মধ্যে রয়েছে স্কুল পড়ুয়া কোমলমতি শিশু এছাড়াও রয়েছে বৃদ্ধ মানুষ, স্কুল কলেজ পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থী ও হাটুরে মানুষ গুলো।এলাকাবাসী ও হাটুরে জনগণ জানায়,আমাদের ভোটে নির্বাচিত সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এম পি মহোদয় আমাদের বারবার আশ্বাস দিয়ে আসছেন বাঁশের সাঁকো অল্প কিছু দিন থাকবে আমি অতি তাড়াতাড়ি এখানে পুনাঙ্গ একটি সেতুর ব্যবস্থা করে দিব।জননেতা আলহাজ্ব মির্জা আজম এম পি মহোদয় আধুনিক জামালপুর জেলা গড়ার দক্ষ কারিগর তাহার নিকট আমাদের আকুল আবেদন তিনি যেন দ্রæত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের চলাচলের রাস্তা বাঁশের সাঁকোকে একটি পুণাঙ্গ সেতুর ব্যবস্থা করে দেয়।এটা এখন সাধারণ মানুষের একমাত্র জোড়ালো দাবি।যে কোন মূহুর্তে সাঁকো পারাপারের সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে।উন্নয়নশীল দেশে মানুষের যাতায়াতের বাঁশের তৈরি সাঁকো বিষয়টি সত্যই দুঃখজনক। তাই এলাকাবাসীর দাবি দ্রæত সেতুটি নির্মাণে বাস্তবায়ন এটাই এখন সাধারণ মানুষের প্রত্যাশা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com