ঢাকা September 15, 2024, 12:34 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেষ্টার চর কায়দা ভাদুরীপাড়ায় সহদোর নিখোঁজ ভাই হেলাল উদ্দিনের ভিটে মাটি কেড়ে নেওয়ার চেষ্টা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥
জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের চর কায়দা ভাদুরীপাড়া গ্রামের মৃত অছিমত উদ্দিনের পুত্র বেলাল উদ্দিন কর্তৃক সহদোর নিখোঁজ ভাই হেলাল উদ্দিনের ভিটে মাটি কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
মামলা সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের চর কায়দা ভাদুরীপাড়া গ্রামের মৃত অছিমত উদ্দিনের পুত্র ২০০৭ ইং সালে বেলাল উদ্দিন এবং হেলাল উদ্দিন নিজ বাড়ী থেকে একসাথে হাজীপুর বাজারে আসেন। সেই দিন থেকেই নিখোঁজ হয় হেলাল উদ্দিন। অদ্যপর্যন্ত হেলাল উদ্দিনের কোন খুঁজ পাই নি হেলাল উদ্দিনের অসহায় ওই পরিবারের সদস্যরা। অপর দিকে বেলাল উদ্দিনের ভাই হেলাল উদ্দিন নিখোঁজ হওয়ার পর হতে ভাইয়ের সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে প্রতিনিয়ত হেলাল উদ্দিনের পরিবারের সদস্যদেরকে হয়রানী করে আসছে বেলাল উদ্দিন। এ নিয়ে হেলাল উদ্দিনের কন্যা মোছাঃ হিরা খাতুন বিজ্ঞ মামলা আমলে নেওয়ার আদালত জামালপুর সদরে একটি মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় হিরা খাতুন অভিযোগ করে বলেন, আমার পত্রিক সম্পত্তি আমার চাচা বেলাল উদ্দিন জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ। আমার পিতা মারা গিয়েছে মনে করে দীর্ঘদিন যাবৎ আমার তিন বোন ও মাকে নিয়ে খুবই কষ্টে দিন যাপন করে আসছি আমরা। যার কারণে পিতার সম্পত্তি হতে ১০ শতাংশ জমি বিক্রি করি সংসার চালানোর প্রয়োজন মনে করে। আমরা উক্ত জমি বিক্রি করে দেই কিন্তু প্রতারক চাচা বেলাল উদ্দিন আমাদের কে হয়রানী করার উদ্দেশ্যে ঐজমি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করে যা বর্তমানে বিচারাধিন রয়েছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘ ১৪ বছর পূর্বে হেলাল উদ্দিন হারিয়ে গেলেও আজো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সে জীবিত না মৃত কেউ বলতে পারে না। তবে হেলাল উদ্দিন হারিয়ে যাওয়ার পর থেকে খুবই কষ্টে দিন যাপন করে আসছে হেলাল উদ্দিনের পরিবারের সদস্যরা। অপর দিকে বেলাল উদ্দিনের মা তার নিজ বাড়ি থেকে প্রাপ্ত সম্পদের অংশ পেয়ে তা বিক্রি করে নগদ ৯০ হাজার টাকা এনে বেলালের কাছে জমা রাখেন। বেলাল তার মা’র জমা রাখা ৯০ হাজার টাকা নিজেই তা সম্পূর্ণ আত্মসাত করে। অথচ এই টাকার অংশ রয়েছে হেলালের পরিবারের সদস্যদেরও। তাদেরকে একটি টাকাও দেওয়া হয়নি। তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করার জন্য বেলাল প্রতিনিয়ত বিভিন্নভাবে অপচেষ্টা চালিয়ে আসছে। এনিয়ে বেশ কয়েকবার গ্রামে সালিশ হলেও বেলাল কখনোই তা মেনে নেয় নি। উল্টো হেলালের জমি দখলের অপচেষ্টা করে আসছে। যার কারণে হেলাল উদ্দিনের অসহায় পরিবারের সদস্যরা আইনের আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। <!- start disable copy paste –></!->