নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার মেস্টা ইউপি’র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ নাজমুল হক বাবুর দুইটি নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর করেছে দলীয় প্রার্থীর লোকজনরা। এ ঘটনায় রোববার বিকেলে মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজারে মানবন্ধন করেছে ইউনিয়নের সর্বস্তরের লোকজন। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধায়। মানববন্ধনে বক্তব্য দেন স্বতন্ত্রপ্রার্থী আলহাজ্ব মোঃ নাজমুল হক বাবু, তিনি বলেন শনিবার সন্ধায় ইউনিয়নের জোকারপাড়া ও ফকিরপাড়া এলাকাতে আমার আনারস প্রতীকের দুইটি নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর করেছে নৌকা প্রতীক প্রার্থী বদরুল হাসান বিদ্যুতের কর্মী সমর্থকরা এতে আমার নির্বাচনী প্রচারে বাঁধার সৃষ্টি করছে তারা। এ ছাড়া তাকে মিথ্যা ঘটনা সাজিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ করেন সেই সাথে আগামী ১১ ই নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তার আনারস প্রতীকে ভোট প্রদান করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং অতীতের কোনো ঘটনায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। মানববন্ধনে হাজিপুর বাজারের সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে সাধারণ মানুষ অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট ।
Leave a Reply
You must be logged in to post a comment.