স.স.প্রতিদিন ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। আর মৃত্যু ৩ লাখ ৫৬ হাজারের বেশি। ভাইরাসটির আক্রান্ত ও মৃতের ধারাবাহিক হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শনিবার বেলা পৌনে ১২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬১ লাখ ৭ হাজার ৩৪৬ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৪৪৫ জনের।
তবে দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার ৮৪১ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ভারতে। দেশটিতে করোনায় ১ কোটি ৩০ লাখ ৩ হাজার ৪০৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৪ লাখ ৯ হাজার ২০৫ জনের। এছাড়া বিশ্বে করোনা সংক্রমণের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এরপর রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক ও ইতালি। করোনাভাইরাসের সংক্রমণের দিক দিয়ে ওয়ার্ল্ডোমিটারসে বাংলাদেশের অবস্থান ২৭তম। বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার ৫৬৬ জন। বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৫১৯ জনের।