বুধবার, ০৭ Jun ২০২৩, ০৭:০৫ অপরাহ্ন
রাজশাহীতে মহান মে দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শুক্রবার দুপুর ১২টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজশাহী নগরীর জিরোপয়েন্টে মহানগর ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়।
প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এ সময় তিনি বলেন, ওয়ার্কার্স পার্টি শ্রমিক-মেহনতি মানুষের পার্টি। মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে আসছে। যতদিন শ্রমিক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা না হচ্ছে ততদিন এই লড়াই অব্যাহত থাকবে।
এ সময় ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমÐলীর সদস্য এন্তাজুল হক বাবু, সিরাজুর রহমান খান, আবদুল মতিন, নাজমুল করিম অপু, সদস্য সীতানাথ বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রতিবছর মহান মে দিবসে নানা কর্মসূচি পালন করে থাকে ওয়ার্কার্স পার্টি। এবার করোনাভাইরাস পরিস্থিতিতে জনসমাগম এড়াতে খুবই সংক্ষিপ্তাকারে শুধু দলীয় পতাকা উত্তোলন করা হয়
Leave a Reply
You must be logged in to post a comment.