ঢাকা October 8, 2024, 8:25 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ১ভূয়া সাংবাদিক আটক

Admin
August 2, 2021 3:59 pm | 482 Views
Link Copied!

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ১ ভূয়া সাংবাদিককে আটক। গত (১আগস্ট) রাত ০৯.০৫ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃতে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পিপুলবাড়ীয়া বাজারের দি-ইনসাফ ডায়গনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ০১ জন ভূয়া সাংবাদিক গ্রেফতার করা হয়। এছাড়াও তাহার নিকট হইতে দৈনিক গণতদন্ত নামে ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড ০১ টি, জবস টিভি নামে ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড ০১ টি, মোটর সাইকেল- ০১ টি এবং ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ রানা (বাচ্চু)(৩৫), পিতাঃ মৃত জেল হোসেন, সাং-রতনকান্দি একডালা দক্ষিনপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই ভুয়া সাংবাদিকতার আইডি কার্ড ব্যবহার করিয়া দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নেয় বলে জানা যায়।গ্রেফতারকৃত ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন, তিনি আরও বলেন এ ধরণের প্রতারক বিরোদ্ধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর। র‌্যাব-১২ কে তথ্য দিন-মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।