রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
কবিতা : জুতোবদন । কবি : মো: জাকির হোসেন অপু কবিতা : বারবনিতা লেন । কবি : মো: জাকির হোসেন অপু অবশেষে জামালপুর থেকে ছাড়বে ‘বিজয় এক্সপ্রেস’ একনজরে আওয়ামী লীগের ২৯৮ প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন এমপি মুরাদ! নৌকার টিকিট পেলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম দৈনিক সত্যের সন্ধানের প্রতিদিন পত্রিকার কর্মকর্তা—কর্মচারীদের জন্য বাংলালিংক কর্পোরেট সিমের চুক্তি সম্পন্ন জামালপুর প্রেসক্লাবের হেভিওয়েট ৬ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ১০ নভেম্বর মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাষ্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট — ২০২৩ সিজন—২ এর ফাইনাল খেলা
শব্দ দূষণের আতঙ্কে সাধারণ মানুষ ॥ প্রশাসন নিরব

শব্দ দূষণের আতঙ্কে সাধারণ মানুষ ॥ প্রশাসন নিরব

নিজস্ব প্রতিবেদক ॥
জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতিটি গ্রামে প্রতিরাতে কিছু বখাটে যুবক পিকনিকের নামে সারারাত ব্যাপী বাজিয়ে আসছে সাউন্ড বক্স। আর এই শব্দ দূষণের আতঙ্কে রয়েছে গ্রামের সাধারণ মানুষ। অপরদিকে সবকিছু জেনেও নিরবতা পালন করে আসছে প্রশাসন। অথচ যে গ্রামে যুবকরা সাউন্ড বক্সের মাধ্যেমে শব্দ দূষণ করছে সেখানে বা তার চারপাশে রয়েছে বৃদ্ধ, শিশু, হৃদরোগের রোগী ছাড়াও অসুস্থ সাধারণ মানুষ। তার কোনো কর্ণপাত না করে বখাটে যুবকরা সারারাত ব্যাপী এ শব্দ দূষণ চালিয়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় সাধারণ মানুষ। অথচ এদের প্রতিবাদ করার যেন কেউ নেই। প্রশাসনকে জানানো হলেও নেওয়া হয়না কোনো ব্যবস্থা। যার কারণে আরো বেপরোয়া হয়ে উঠেছে উঠতি বয়সের এসকল যুবকরা। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, গতকাল আমাদের গোদাশিমলা গ্রামে কিছু যুবক সারারাত বক্স বাজিয়ে আমাদের ঘুম হারাম করে দেয়। বক্স বাজানো বন্ধ করার জন্য বলা হলে উল্টো আমাদেরকে হুমকি দেয়। অথচ আমার বাড়িতে রয়েছে একজন হৃদরোগের রোগী। যেকোনো সময় এই শব্দ দূষণের কারণে তার মৃত্যু হতে পারে। তাই প্রসাশনের উচিত যারা বক্স ভাড়া দেয় তাদেরকে নির্দেশনা দেওয়ার রাত ১০টার পর এ ধরনের শব্দ দূষণ করা যাবে না। যদি প্রশাসনের নির্দেশ না মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাহলেই হয়তো আমরা মুক্তি পাবো এই শব্দ দূষণ থেকে।
<!- start disable copy paste –></!->

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com