সোমবার, ০৫ Jun ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
শব্দ দূষণের আতঙ্কে সাধারণ মানুষ ॥ প্রশাসন নিরব

শব্দ দূষণের আতঙ্কে সাধারণ মানুষ ॥ প্রশাসন নিরব

নিজস্ব প্রতিবেদক ॥
জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতিটি গ্রামে প্রতিরাতে কিছু বখাটে যুবক পিকনিকের নামে সারারাত ব্যাপী বাজিয়ে আসছে সাউন্ড বক্স। আর এই শব্দ দূষণের আতঙ্কে রয়েছে গ্রামের সাধারণ মানুষ। অপরদিকে সবকিছু জেনেও নিরবতা পালন করে আসছে প্রশাসন। অথচ যে গ্রামে যুবকরা সাউন্ড বক্সের মাধ্যেমে শব্দ দূষণ করছে সেখানে বা তার চারপাশে রয়েছে বৃদ্ধ, শিশু, হৃদরোগের রোগী ছাড়াও অসুস্থ সাধারণ মানুষ। তার কোনো কর্ণপাত না করে বখাটে যুবকরা সারারাত ব্যাপী এ শব্দ দূষণ চালিয়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় সাধারণ মানুষ। অথচ এদের প্রতিবাদ করার যেন কেউ নেই। প্রশাসনকে জানানো হলেও নেওয়া হয়না কোনো ব্যবস্থা। যার কারণে আরো বেপরোয়া হয়ে উঠেছে উঠতি বয়সের এসকল যুবকরা। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, গতকাল আমাদের গোদাশিমলা গ্রামে কিছু যুবক সারারাত বক্স বাজিয়ে আমাদের ঘুম হারাম করে দেয়। বক্স বাজানো বন্ধ করার জন্য বলা হলে উল্টো আমাদেরকে হুমকি দেয়। অথচ আমার বাড়িতে রয়েছে একজন হৃদরোগের রোগী। যেকোনো সময় এই শব্দ দূষণের কারণে তার মৃত্যু হতে পারে। তাই প্রসাশনের উচিত যারা বক্স ভাড়া দেয় তাদেরকে নির্দেশনা দেওয়ার রাত ১০টার পর এ ধরনের শব্দ দূষণ করা যাবে না। যদি প্রশাসনের নির্দেশ না মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাহলেই হয়তো আমরা মুক্তি পাবো এই শব্দ দূষণ থেকে।
<!- start disable copy paste –></!->

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com