নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে পশ্চিম রনরামপুর এলাকায় দিন-রাত চলছে জমজমাট জুয়া ও মাদক ব্যবসা। ঐ এলাকার একটি জুয়াড়ীচক্র প্রায় দীর্ঘদিন যাবত জুয়া ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবৎ চলছে জুয়া ও মাদক ব্যবসা। যার ফলে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি বহু সন্তান জুয়া ও মাদকের কারণে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে। আর এর জন্য বেড়েছে ছিনতাই, রাহাজানি, চুরি, ধর্ষণ, লুটপাট সহ নানা অপরাধ মূলক অসামাজিক কার্যকলাপ। কিন্তু এলাকাবাসীর দাবী আমাদের এ এলাকায় প্রশাসনিক নজর দারি না থাকায় জুয়া ও মাদক এর মত বহু অপরাধের মাত্রা বেড়েই চলেছে। সমাজের বিভিন্ন অপরাধ মূলক কার্যকলাপ বন্ধের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সর্বস্তরের জনগন।
