ঢাকা April 25, 2024, 1:23 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার কামাল হোসেনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

Link Copied!

রাসকিন তালুকদার ॥
বঙ্গবন্ধু পরিষদ জামালপুর জেলা শাখার সদস্য ইঞ্জিনিয়ার কামাল হোসেন এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন। আসন্ন ইউপি নির্বাচনে তিনি শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন এর জন্য ইতিমধ্যে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায়  শনিবার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক ও মত বিনিময় সভা করেন রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এ সময় ইঞ্জিনিয়ার কামাল হোসেন বলেন, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই ইউনিয়ন পরিষদে গিয়ে আপনাদের সেবা নিতে হবে না। প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্যদের মাধ্যমে ঘরে ঘরে সেবা পৌছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। শরিফপুরকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শরিফপুর ইউনিয়নবাসীকে নিয়ে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই এই ইউনিয়নকে। তাই আগামী নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। সেই সাথে ইউনিয়নের চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আগামীতে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি প্রযুক্তি নির্ভর ও ডিজিটাল করার লক্ষ্যে এবং মুজিব বর্ষের অঙ্গীকার নিয়ে শরিফপুর ইউনিয়নবাসীর উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা রাখার জন্য ও দূর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে চাই সকলকে নিয়ে। এর জন্য প্রয়োজন আমাকে ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা। আশা করি আমাকে আগামী ইউপি নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিবে। আর মনোনয়ন পেলে বিপুল ভোটে জয় যুক্ত করবেন শরিফপুর ইউনিয়নবাসী। এর জন্য সকলের দোয়া চাই। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, মোঃ ছাইদুল হক কালু । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মোঃ জিয়াউল হক, হুমায়ুন মাস্টার, সমাজ সেবক ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী, আয়ুব আলী আকন্দ, চানু, আঃ খালেক, আলী আকবর, শামসউদ্দিন মেম্বার, সাবেক মেম্বার শফিক, যুবলীগ নেতা মিজানুর রহমান কামাল, আনোয়ার হোসেন রনি, সুজন মিয়া প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, ডাঃ কামাল হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।