শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচী পালন করেছে জামালপুর জেলা শ্রমিক দল। গতকাল শনিবার থেকে ১০ দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ২৯ মে সকাল ১১টায় শহরের স্টেশন রোডের জেলা বিএনপির কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবাহানের সভাপতিত্বে শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফজলুল হক, শফিউর রহমান শফি, শহর বিএনপির যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন বাবুল, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক প্রমুখ। উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, হারুনুর রশিদ, জাকির, সুজন শেখ, আঃ রাজ্জাক রতন, আল আমিনসহ জেলা ও উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠনটি সঞ্চালনায় ছিলেন, জামালপুর পৌর শ্রমিকদলের সদস্য সচিব জাহিদ হোসেন জনি। আলোচনা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.