শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
১নং কেন্দুয়া ইউনিয়নের সফল জনতার চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল মাদারগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু  ১নং কেন্দুয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত প্রচারে ব্যস্ত আ.লীগের প্রার্থীরা কৌশলী অবস্থানে বিএনপি মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন করলেন মির্জা আজম এমপি  মাদারগঞ্জ ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মাদারগঞ্জে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত মেষ্টার চান্দের হাওড়া এলাকার রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ কে ১—০ গোলে হারিয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন মাদারগঞ্জে ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিক দলের খতমে কোরআন আলোচনা সভা ও দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিক দলের খতমে কোরআন আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক ॥
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচী পালন করেছে জামালপুর জেলা শ্রমিক দল। গতকাল শনিবার থেকে ১০ দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ২৯ মে সকাল ১১টায় শহরের স্টেশন রোডের জেলা বিএনপির কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবাহানের সভাপতিত্বে শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফজলুল হক, শফিউর রহমান শফি, শহর বিএনপির যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন বাবুল, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক প্রমুখ। উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, হারুনুর রশিদ, জাকির, সুজন শেখ, আঃ রাজ্জাক রতন, আল আমিনসহ জেলা ও উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠনটি সঞ্চালনায় ছিলেন, জামালপুর পৌর শ্রমিকদলের সদস্য সচিব জাহিদ হোসেন জনি। আলোচনা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com