ঢাকা November 8, 2024, 3:36 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক \
জামালপুর পৌর এলাকার বেলটিয়া শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় চত্ত্বরে শিক্ষক — অভিভাবকদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রুপ ক্যাপটেন শেখ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সুদক্ষ অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম সেলিম। এ সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ রজব আলী, কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান, বাঁশচড়া এসবিজি মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, দাপুনিয় আফিজা নুরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহাব, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোসলেমিন শাহীন, ভেবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম ফরহাদ হোসাইন মিন্টু, বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এ শিরীন, বেলটিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আওয়াল খান ও শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মানসী গোস্বামী। অনুষ্ঠানের সভাপতি গ্রুপ ক্যাপটেন শেখ মোঃ শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শুধু জিপিএ —৫ পেলেই চলবেনা, জীবন যুদ্ধে জিততে হবে, তার জন্য তাদের বাড়তি অভিজ্ঞতা অর্জন করার আহবান জানান তিনি। পরে সাংষ্কৃতিক ও আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। জানা যায়, ২০২২ ইং সালে এসএসসি পরীক্ষায় শাহবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে A+ পেয়েছে ১২ জন এবং A পেয়েছে ২৩ জন। পাশের হার শতভাগ।