বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:৫২ পূর্বাহ্ন
মোঃ আতাউর রহমান সানি ॥
জামালপুর জেলার স্বনামধন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব বেসরকারী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে Citation Management using Mendeley Software শীর্ষক বিষয়ে দিনব্যাপী এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয় ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মাসুম আলম খান। ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কি প্রক্রিয়ায় তাদের রিসার্চ আর্টিকেল আন্তর্জাতিকভাবে স্বীকৃতি জার্নালে প্রকাশের জন্য তৈরি প্রক্রিয়ায় বিভিন্ন নামকরা গবেষক, পন্ডিত ও অধ্যাপকদের লেখা থেকে উদ্ধৃতি দিয়ে লেখা সমৃদ্ধ করা যায় সে বিষয়ে বিভিন্ন পদ্ধতি নিয়ে ধাপে ধাপে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের বিভাগীয় প্রধান ড. আরিফ। প্রশ্নোত্তর প্রক্রিয়ায় ইংরেজি মাধ্যমে এই প্রাণবন্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আলোচনায় আরো অংশ নেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক এ.কে.এম জাওয়াদুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক আলী আকবর ফকির, শিক্ষক জুনায়েদ আহমেদ, ড. শোয়েব মাহমুদ, ফেরদৌস আনাম জীবন, তারেক হাসন ও মিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রায় বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.