সোমবার, ০৫ Jun ২০২৩, ০৭:২৪ অপরাহ্ন
আব্দুল্লাহ আল-আমিন, নিজস্ব সংবাদদাতাঃ শেরপুরের নকলা সহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
এই ভূমিকম্পে কেঁপেছে রাজধানী ঢাকাসহ
সিলেট, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, দিনাজপুর, জামালপুর, শেরপুরসহ দেশের বেশ কয়েকটি জেলা। তবে এখনো পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
ইউএসজিএস সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকার আগারগাঁও থেকে ৩৩৩ কিলোমিটার দূরে আসামের লক্ষ্মীপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩ ভূ-কম্পন প্রায় ৫-৬ সেকেন্ড স্থায়ী ছিল।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান,ঢাকা, রংপুরসহ দেশের কিছু এলাকায় ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.