শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
১নং কেন্দুয়া ইউনিয়নের সফল জনতার চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল মাদারগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু  ১নং কেন্দুয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত প্রচারে ব্যস্ত আ.লীগের প্রার্থীরা কৌশলী অবস্থানে বিএনপি মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন করলেন মির্জা আজম এমপি  মাদারগঞ্জ ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মাদারগঞ্জে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত মেষ্টার চান্দের হাওড়া এলাকার রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ কে ১—০ গোলে হারিয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন মাদারগঞ্জে ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল
শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নির্মানাধীন সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নির্মানাধীন সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি

মিজানুর রহমান: ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলের তোড়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহাম্মদনগর-মোহনগঞ্জ সড়কের গজারমারী ব্রীজ সংলগ্ন নিমার্নাধীণ সড়কটি ভেঙ্গে লন্ডভন্ড হয়ে পড়েছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ১কোটি টাকা। এত বিশাল পরিমান ক্ষতি দেখে ঠিকাদারের মাথায় হাত!

খোঁজ নিয়ে জানা যায়, গত সপ্তাহে ভারত থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে পুরো উপজেলা প্লাবিত হয়। প্রবল বেগে আসা পানির তীব্র স্রোতের আঘাতে নিমার্নাধীণ সড়কের গাইডওয়াল, ইউড্রেন,বক্স কালভার্ট,ব্লক ভেঙ্গে লন্ডভন্ড হয়ে পড়ে। সড়কে ভরাট করা প্রায় ৫০লক্ষ টাকার বালু নিমিষেই ধুয়েমুছে গেছে।

জানা গেছে, ১হাজার ৩শত মিটারের এই সড়কটির প্রাকলিত ব্যয় ৪কোটি ৬৬লক্ষ টাকা। গত ৬মাস আগে নিমার্ণ কাজ শুরু করা হয়। ইতিমধ্যে গাইডওয়াল, মাটি ভরাট, ব্লক, ইউড্রেন ও কালভার্ট সহ প্রায় ৩কোটি টাকার কাজ শেষ করা হয়েছে। কিন্তু আকস্মিক পাহাড়ী ঢলে ওই নিমার্নাধীন সড়কটি ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে। এতে ক্ষতির পরিমান প্রায় ১কোটি টাকা। এত বিশাল ক্ষতির সন্মুখীণ হয়ে ঠিকাদারের মাথায় হাত!

এ ব্যাপারে উক্ত কাজের ঠিকাদার মো. আব্দুল মান্নান সোহান বলেন, “পাগলা নদীর গজারমারী বিলটি বছরের প্রায় বেশী ভাগ সময় পানি থাকে। উপযুক্ত পরিবেশের অভাবে অনেক কষ্ট করে আমি উক্ত কাজের প্রায় ৭৫% কাজ শেষ করি। এমতাবস্থায় আকস্মিক পাহাড়ি ঢলে আমার পুরো কাজ ঢলের পানিতে ভেস্তে গেছে। এতে ক্ষতির পরিমান প্রায় ১ কোটি টাকা। এখন সংশ্লিষ্ট দপ্তর যদি আমার প্রতি সু- নজর না দেন, তাহলে আমার পথে বসা ছাড়া কোন উপায় নেই।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক পাহাড়ি ঢলের প্রবল স্রোতের কারণে নিমার্নাধীন সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কথা স্বীকার করে বলেন, যেহেতু কাজটি আমাদের বুঝিয়ে দেওয়ার আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আমাদের করার কিছু নেই। তারপরেও আমি বিষয়টি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com