ঢাকা April 20, 2024, 7:38 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে জিংক ধান ব্রিধান ৭২ প্রদর্শনী কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

Admin
November 17, 2021 4:08 am | 365 Views
Link Copied!

স্টাফ রিপোর্টার: ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে হার্ভেস্ট প্লাস বিংগস্  প্রকল্পের আয়োজনে জিংক ধান ব্রিধান ৭২ প্রদর্শনী কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

১৬ নভেম্বর মঙ্গলবার শেরপুর সদরের আওতাধীন কামারিয়া ইউনিয়নের সূর্যদী পনে তিন আনীপাড়া এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

স্থানীয় সমাজসেবক আলহাজ্ব মোঃ জিয়ারত আলী খাঁন এর সভাপতিত্বে উক্ত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশরাত জাহান সুইটি। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার আজিজুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার ইসলাম, কমিউনিটি সম্প্রসারণ সুপারভাইজার মোঃ আব্দুল আওয়াল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জিংক চালের ভাত খেলে ছেলে মেয়েদের মেধা বিকাশ হয়, শারীরিক গঠন ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও গর্ভবতী মা ও কিশোর কিশোরীদের শারীরিক সমস্যা হয় না।
আয়োজিত মাঠ দিবসের অনুষ্ঠানে এলাকার ১শত ৮০জন  কৃষক-কৃষাণি অংশগ্রহণ করে।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে মোঃ সাদ্দাম হোসেনের প্রদর্শনীতে নমুনা ফসল কর্তন করে হেক্টর প্রতি ৬.৫ টন ফলন পাওয়া যায়। ভালো ফলন পাওয়ায় উপস্থিত সকলে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামী বোরো মৌসুমে জিংক ধান ব্রিধান ৭৪ ও ব্রিধান ৮৪ চাষাবাদ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।