বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন
বুলবুল আহম্মেদ: শেরপুরে বিদেশি ব্রান্ডের ৩০ বোতল মদসহ আমীর হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৫আগষ্ট) সন্ধ্যায় জেলার নালিতাবাড়ী উপজেলার কালাকুমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শেরপুরের ডিবির ওসি মো. রেজাউল হক এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নালিতাবাড়ী উপজেলার কালাকুমা এলাকার জয়নাল আবেদীন এর ছেলে।
‘রয়েল স্ট্যাগ ২৪বোতল মদের আনুমানিক মূল্য ৪৮হাজার টাকা ও সিগনেচার ৬বোতল মদের দাম ২৪ হাজার টাকা।
এঘটনায় ডিবির চৌকস উপ-পুলিশ পরিদর্শক এসআই আজিজুল হাসান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেছেন।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির সেকেন্ড অফিসার এসআই আজিজুল হক, সহকারী উপ-পুলিশ পরিদর্শক এএসআই সুমন, জাফর, মন্জুরুল।
ডিবি সূত্রে জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলার পার্শবর্তী নালিতাবাড়ী উপজেলার কালাকুমা এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে সেখানে মাদক বিক্রি করাকালে ডিবির উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ক্রেতা দৌড়ে পালিয়ে যান। পরবর্তী মাদক ব্যবসায়ী আমীর হোসেনকে ৩০ বোতল মদসহ গ্রেফতার করেন।
বুধবার দুপুরে ধৃত মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
Leave a Reply
You must be logged in to post a comment.