বুধবার, ০৭ Jun ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শেরপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবির নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোঃ রেজাউল হক। ১১ জুলাই রবিবার দুপুরে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
এর আগে তিনি শেরপুর জেলা অপরাধ শাখায় দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট থানা ও শেরপুর জেলার শ্রীবরদী থানার ওসি এবং সিআইডিতে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। জামালপুর জেলায় জন্ম ও বেড়ে ওঠা মোঃ রেজাউল হক ১৯৯৩ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। পরবর্তী বিভিন্ন থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
এব্যাপারে নতুন ওসি শেরপুর টুডে’কে জানান, শেরপুর জেলার পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী এর নির্দেশে শেরপুরকে মাদক সন্ত্রাস জুয়াসহ সকল অনৈতিক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন বলে অঙ্গিকার করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.