ঢাকা October 8, 2024, 9:54 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে “দৈনিক আলোড়ন” পত্রিকার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক ।।

নতুন ধারার জাতীয় “দৈনিক আলোড়ন” পত্রিকার প্রকাশক সিরাজুল মনির এর সাথে ময়মনসিংহ বিভাগের জেলা ও সকল উপজেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ সেপ্টেম্বর মঙ্গলবার  দুপুরে জেলা শহরের নিউমার্কেটে মানবাধিকার সংস্থা আমাদের আইন অফিসে পত্রিকাটির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন “দৈনিক আলোড়ন” পত্রিকার প্রকাশক সিরাজুল মনির। প্রধান অতিথি বলেন, “আমরা প্রথম সারির গণমাধ্যম হতে চাইনা আমরা ভাল গণমাধ্যম হতে চাই” প্রতিনিধিদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহসহ সংবাদের নানা বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় জেলা ও উপজেলা প্রতিনিধিদের হাতে নিয়োগ পত্র তুলে দেয়া হয়। ড.সৌমিত্র চক্রবর্তীর সম্পাদনায় ও সিক্স সিজন ইউকে গ্রুপের ২০ পৃষ্ঠার জাতীয় দৈনিক আলোড়ন পত্রিকাটি আগামী ১লা অক্টোবর সারা দেশে এক যোগে পাঠকের হাতে পৌঁছে যাবে বলে তিনি জানান। “দৈনিক আলোড়ন” পত্রিকার শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলামের উপস্থাপনায় প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক আলোড়নের বিশেষ প্রতিনিধি সোহান আহমেদ,গাজীপুর জেলা প্রতিনিধি আঃ ওয়াহাব রিংকু ও ময়মনসিংহ বিভাগের মানবাধিকার সংস্থা আমাদের আইনের কো-অর্ডিনেটর,শেরপুর জেলার চেয়ারম্যান নুর-ই আলম চঞ্চল। এসময় আরোও বক্তব‍্য রাখেন- দৈনিক আলোড়নের জামালপুর জেলা প্রতিনিধি রাশেদুর রহমান রাসেল, সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি এম এ মান্নান, বকসিগঞ্জ উপজেলা প্রতিনিধি জিএম বাবু, শেরপুরের নকলা উপজেলা প্রতিনিধি হযরত আলী, শ্রীবরদি উপজেলা প্রতিনিধি তাসলিম কবির বাবু,নেত্রকোনা জেলা প্রতিনিধি বিজয় দাস ও কলমাকান্দা উপেজলা প্রতিনিধি রিনা হায়াত প্রমুখ সাংবাদিক গণ।