বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
শেরপুরে পুলিশের অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার

শেরপুরে পুলিশের অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার

মিজানুর রহমান: শেরপুর জেলা শহরের পৌরসভার চাঁপাতলী মহল্লায় ৯ আগস্ট রোববার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর সদর থানার পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ও জুয়া খেলার সরাঞ্জামাদিসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে।

ধৃত জুয়াড়িরা হলেন, শেরপুর পৌরসভার চাপাতলী মহল্লার বাসিন্দা মৃত. হুরমুত আলীর ছেলে আলাল উদ্দিন (৫০), আনোয়ার হোসেনের ছেলে সুজন আহমেদ (৩০), আশরাফ আলীর ছেলে মামুন মিয়া (৪০), নান্নু মিয়ার ছেলে আঃ মজিদ (৩৮), মানিক মিয়ার ছেলে লোকমান মিয়া (৩৮), মকছেদ আলীর ছেলে আশরাফ আলী (৩৮), কামাল মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), মিয়ার উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৫), তমল মিয়ার ছেলে শাহীন (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শেরপুর পৌরসভার চাঁপাতলী মহল্লার সুজন মিয়ার বশত বাড়ীতে অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় তাস ও টাকা এবং জুয়ার খেলার সরাঞ্জামাদিসহ ওই ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করে সদর থানার নিয়ে যায়।

ধৃত জুয়াড়িদের গ্রেফতারের বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করেছেন। এব্যাপারে সদর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ৯ আগস্ট সোমবার দুপুরে ধৃত জুয়াড়িদের আদালতে সোপর্দ করেছে সদর থানার পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com