বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৪:২৭ পূর্বাহ্ন
মিজানুর রহমান: শেরপুর জেলা শহরের পৌরসভার চাঁপাতলী মহল্লায় ৯ আগস্ট রোববার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর সদর থানার পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ও জুয়া খেলার সরাঞ্জামাদিসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
ধৃত জুয়াড়িরা হলেন, শেরপুর পৌরসভার চাপাতলী মহল্লার বাসিন্দা মৃত. হুরমুত আলীর ছেলে আলাল উদ্দিন (৫০), আনোয়ার হোসেনের ছেলে সুজন আহমেদ (৩০), আশরাফ আলীর ছেলে মামুন মিয়া (৪০), নান্নু মিয়ার ছেলে আঃ মজিদ (৩৮), মানিক মিয়ার ছেলে লোকমান মিয়া (৩৮), মকছেদ আলীর ছেলে আশরাফ আলী (৩৮), কামাল মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), মিয়ার উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৫), তমল মিয়ার ছেলে শাহীন (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শেরপুর পৌরসভার চাঁপাতলী মহল্লার সুজন মিয়ার বশত বাড়ীতে অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় তাস ও টাকা এবং জুয়ার খেলার সরাঞ্জামাদিসহ ওই ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করে সদর থানার নিয়ে যায়।
ধৃত জুয়াড়িদের গ্রেফতারের বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করেছেন। এব্যাপারে সদর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ৯ আগস্ট সোমবার দুপুরে ধৃত জুয়াড়িদের আদালতে সোপর্দ করেছে সদর থানার পুলিশ।
Leave a Reply
You must be logged in to post a comment.