স্পেশাল করেসপন্ডেন্ট: ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার কর্মচারী সংসদের তফসিল ঘোষণা করা হয়েছে। ২১ নভেম্বর রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাসান মাহমুদ শেলীম আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়। আগামী ২৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং হিসাব রক্ষণ কর্মকর্তার ২০৪ নং কক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে। একই সাথে ২৪ নভেম্বর বুধবার সকাল ১০ টা হতে দুপুর ১ টার মধ্যে মনোনয়ন পত্র জমা দিতে হবে। মনোনয়ন যাচাই বাঁছাই ও ভুল মনোনয়ন পত্র বাতিল একই দিন বিকেল ২টা হতে ৪টার মধ্যে ঘোষনা করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে মনোনয়ন পত্র বাতিলের কারণ উল্লেখ করা হয়। কারন সমূহ হলো ১. অসম্পূর্ণ আবেদন পত্র পূরণ। ২. আবেদন পত্র পূরনে কাটাকাটি /ঘষামাজা করা হলে। ৩. অফিসের আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কোন গুরুতর শাস্তি চলমান অবস্থায় থাকলে। ৪. অন্য যেকোন অপরাধ যাহা নির্বাচন পরিচালনা কমিটির নিকট গুরুত্বপূর্ণ অপরাধ বলে প্রতীয়মান বিবেচিত হলে।
আপিল করণঃ আগামী ২৮ নভেম্বর রবিবার সকাল ১০ টা হতে ২টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে।
প্রতীক বরাদ্দ ঃ ২৯ নভেম্বর সোমবার বিকেল ৩ টা হতে ৫ টার মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
নির্বাচন ঃ আগামী ৯ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত। ভোট গ্রহনের স্থান পৌরসভার সভাকক্ষ।
শর্তাবলী ঃ অফিসের দৈনন্দিন কাজের ব্যঘাত করে নির্বাচন কার্যক্রম করা যাবেনা।
২. নির্বাচন কালীন প্রচারনায় মাইকিং, গান বাজনা করা যাবে না।
৩.কোথাও পোস্টার/লিফলেট আঠা দ্বারা লাগানো যাবেনা।
৪. পোষ্টারের সাইজ সর্বচ্চ ১৮ ইঞ্চি বাই ২৩ ইঞ্চি সাদা-কালো হতে হবে।
৫.কোন প্রকার মিছিল ও স্লোগান করা যাবেনা।
৬. উক্ত বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
৭. নির্বাচন পরিচালনা কমিটি বর্ণিত তফসিলের আংশিক অথবা সম্পূর্ণ কার্যক্রম বাতিল/ সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করেন।
উপদেষ্টা ও নির্বাচন পর্যবেক্ষণ কমিটিঃ
১. সচিব শেরপুর পৌরসভা আহ্বায়ক।
২. নির্বাহী প্রকৌশলী শেরপুর পৌরসভা সদস্য।
