শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন
মিজানুর রহমান: শেরপুরের মৃগীনদীতে গোসল করতে নেমে পানিতে পড়ে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে রাকিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, ১০ জুলাই শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর পৌরসভাধীন বারাকপাড়া মহল্লার শওকত আলীর ছেলে রাকিব (১৫) ও সুজন মিয়ার ছেলে মারুফ (৮) মীরগঞ্জে থানাঘাট ব্রীজের নিকট মৃগী নদীতে গোসল করতে নামে। এসময় মারুফ নদীর গভীর পানিতে চলে যায়, রাকিব তাকে উদ্ধার করতে গিয়ে মারুফকে বাচাঁতে পারলেও নিজেই গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা করে রাকিব কে নদী থেকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মেদ বিষয়টি নিশ্চত করে বলেন, নিহত রাকিবের লাশ সুরতহাল রিপৌর্ট করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহন প্রক্রিয়াধীন।
Leave a Reply
You must be logged in to post a comment.