সোমবার, ০৫ Jun ২০২৩, ০৬:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শেরপুর সদরের নন্দীর বাজার থেকে ঝগড়ারচর বাজার সড়কের অসমাপ্ত নির্মাণ কাজ শেষ করার দাবিতে সড়কে শুয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী। শুক্রবার (৪ জুন) দুপুরে স্থানীয় সামাজিক সংগঠন ‘হোসাইন মারুফ ক্রীড়াচক্র’র আয়োজনে রাস্তায় শুয়ে আধা ঘন্টাব্যাপি এ অভিনব প্রতিবাদ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন, আলিউল, শহিদুল ইসলাম, সোহাগসহ স্থানীয়রা।
হোসাইন মারুফ ক্রীড়াচক্রের সভাপতি হোসাইন মারুফ বলেন, ‘শেরপুর জেলা সদরের নন্দীর বাজার থেকে ঝগড়ারচর বাজার সড়কের ১৫কিলোমিটার কাজ তিন বছর যাবত বন্ধ রয়েছে। এতে সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এসব সড়কে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। তাই দ্রুত এই সড়কের নির্মাণ কাজ শেষ করার দাবি জানান।’
শেরপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ শরিফুর আলম বলেন, ‘আপনি যে রাস্তার তথ্যের জন্য আমাকে বললেন, আসলে এই রাস্তা আমাদের না। এটা জামালপুর সড়ক ও জনপদ বিভাগের।’
এ ব্যাপারে জামালপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, ‘এই রাস্তার অর্ধেক কাজ সম্পর্ণ হয়েছে। বাকী কাজটুকু এমএম বির্ল্ডাস করবে। কিন্তু তারা করছে না এজন্য তাদেরকে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে। ঠিকাদারটি দুষ্ট, যদি সঠিক সময়ে কাজ না করে তাহলে তাদের লাইসেন্স বাতিল করে নতুন করে টেন্ডার দেওয়া হবে।’
Leave a Reply
You must be logged in to post a comment.