বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃশেরপুর সদরের নন্দীর বাজার থেকে ঝগড়ারচর বাজার সড়কের অসমাপ্ত নির্মাণ কাজ শেষ করার দাবিতে সড়কে শুয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী। আজ সকালে হোসাইন মারুফ ক্রীড়াচক্রের আয়োজনে রাস্তায় শুয়ে এ অভিনব প্রতিবাদ করেন তারা।
এসময় বক্তারা অভিযোগ করেন, জেলা সদরের নন্দীর বাজার থেকে ঝগড়ারচর বাজার সড়কের কাজ তিন বছর যাবত বন্ধ রয়েছে। এতে সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এসব সড়কে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। তাই দ্রুত এই সড়কের নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা। এর আগে গত দু বছর আগে রাস্তার কাজ শুরু হলে অনিয়মের অভিযোগে যমুনা নিউজে সংবাদ প্রকাশ করলে কাজটি বন্ধ হয়ে যায়।
Leave a Reply
You must be logged in to post a comment.