শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন
রাইসুল ইসলাম রিফাত (শেরপুর প্রতিনিধি): শেরপুরের নকলা উপজেলায় জেলা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে সকাল ০৯ ঘটিকায় নকলা উপজেলা আওয়ালীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
৯:৩০ মিনিটের সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরপর সন্ধায় নকলা হাসপাতাল মোড় সংলগ্ন নিরাময় ডায়াগনস্টিক সেন্টার এ কেক কেটে মিষ্টিমুখ এবং সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার , নকলা উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার আকরাম হোসেন ,পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোরশেদুল আলম খোকা , নকলা উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম রিপন, উপজেলা যুবলীগের সদস্য সোহেল রানা, উপজেলা যুবলীগ এর সদস্য আদিল আহমেদ সরকার পল্লব, জেলা ছাত্রলীগ এর সহ সভাপতি শাহরিয়া তালুকদার সৌরভ, জেলা ছাত্রলীগ এর সহ-সম্পাদক আরেফিন আহমেদ সরকার রাফী, এডভোকেট ফাহিম হোসনাইন, নওশাদ শারফীন শুভ, রাজীব হাসান,রুপক হাসান, শরিফ সরকার, সজীব হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রায় অর্ধশতাধিক ছাত্রলীগকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.