ঢাকা December 10, 2023, 11:10 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শ্রীবরদীতে আরিয়ান সুপার সপ উদ্বোধন

Admin
April 11, 2021 8:07 am | 318 Views
Link Copied!

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে এই প্রথম বারের মতো আরিয়ান সুপার সপের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে শ্রীবরদী সরকারি কলেজ রোডে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ সপের উদ্বোধন করা হয়। আরিয়ান সুপার সপের স্বত্তাধিকারি লাজু মিয়া বলেন, গ্রাহকদের সুবিধার্তে দেশী বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, চকলেট সহ নিত্য প্রয়োজনীয় পণ্য এখানে সুলভ মূল্যে বিক্রয় করা হবে। এছাড়া, গ্রাহকরা যাতে কোন পণ্যের জন্য এখান থেকে ফেরৎ না যায় সেদিক বিবেচনায় রেখে বিপুল পরিমাণ পণ্যের সমাহারে সুপার সপ সজ্জিত রাখা হয়েছে। সুপার সপের স্বত্তাধিকারি লাজু মিয়া খারামোড়া দাখিল মাদরাসার সুপার মাও: আব্দুল বারেকের ছেলে।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাও: তাজুল ইসলাম, আলহাজ্ব শাহজাহান মিয়া, খোশালপুর দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।