ঢাকা October 8, 2024, 9:47 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে গাছ চাপায় কিশোরের মৃত্যু

Admin
July 10, 2021 1:14 pm | 452 Views
Link Copied!

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে গাছ চাপায় কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জুলাই ) সকালে উপজেলার তাতিহাটী ইউনিয়নের বটতলা এলাকার ছনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর লালন মিয়া (১১) বটতলা ছনকান্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।

এলাকাবাসীসূত্রে জানা গেছে, শনিবার সকালে বটতলা ছনকান্দা গ্রামের মৃত হুরমুজ আলীর ছেলে আলাল মিয়ার (৪০) ইউক্লিপটাস গাছসহ কিছু কাঠের গাছ কাটতে থাকে। গাছ কাটার সময় শিশু লাল মিয়া দুর থেকে গাছ কাটতে দেখে। পরে হঠাৎ একটি গাছ লালনের উপর পড়ে মাথা, ঘাড় সহ শরীরের একাধিক জায়গায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় লালন। স্থানীয়রা লালনকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।