শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীর টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে গোলাম মোস্তফা ফুটবল স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রাণীশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ’র সভাপতিত্বে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন শেরপুর রাইজিং স্পোটিং ক্লাব বনাম বকশিগঞ্জ সূর্যনগরের সানসিটি ফুটবল একাডেমি। খেলায় সানসিটি ফুটবল একাডেমি টাইব্রেকারে ০৩-০২ গোলে বিজয়ী হয়। রাণীশিমুল ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মমিনুল ইসলাম মমিনের সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাণীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাণীশিমুল ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি এম এ মোনায়েম, সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ, সাবেক চেয়ারম্যান আবু সামা কবির, যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক নুর হোসেন, ছাত্রলীগ সভাপতি মোমতাছির আহমেদ মিশু। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ হয়।
