বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
কবিতা : জুতোবদন । কবি : মো: জাকির হোসেন অপু কবিতা : বারবনিতা লেন । কবি : মো: জাকির হোসেন অপু অবশেষে জামালপুর থেকে ছাড়বে ‘বিজয় এক্সপ্রেস’ একনজরে আওয়ামী লীগের ২৯৮ প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন এমপি মুরাদ! নৌকার টিকিট পেলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম দৈনিক সত্যের সন্ধানের প্রতিদিন পত্রিকার কর্মকর্তা—কর্মচারীদের জন্য বাংলালিংক কর্পোরেট সিমের চুক্তি সম্পন্ন জামালপুর প্রেসক্লাবের হেভিওয়েট ৬ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ১০ নভেম্বর মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাষ্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট — ২০২৩ সিজন—২ এর ফাইনাল খেলা
শ্রীবরদীতে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা

শ্রীবরদীতে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা

শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি: বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে শেরপুর জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান(এমডিভি) কার্যক্রম ২০২১ বাস্তবায়নে শ্রীবরদীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ০১ জুন মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ওই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবর পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। স্বাস্থ্য ইনচার্জ মোজাম্মেল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহনেওয়াজ নোমান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি সুপার ভাইজার মো. রাসেল খান ও মো. আসাদুজ্জামান সুমন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার মো. জিয়াউল হক, তাতিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, জলাতঙ্কে আক্রান্ত হলে মৃত্যু অবধারিত। তাই সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়াও সরকারের উদ্যোগ জলাতঙ্ক নির্মূলের সকল কর্মসূচী যথাথতভাবে পালনে সকলের অবস্থান থেকে কাজ করতে হবে ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৪ জুন থেকে ৮ জুন পর্যন্ত এ উপজেলায় কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম পরিচালিত হবে।

শ্রীবরদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা
শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি:
শ্রীবরদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০১ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান, এডিএম শহিদুল ইসলাম। স্বাস্থ্য ইনচার্জ মোজাম্মেল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক প্রমুখ। বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ এর অভাবে আগে রাতকানা সহ বিভিন্ন রোগ দেখা দেয়। বর্তমান সরকার স্বাস্থ্য বিভাগের অনেক উন্নয়ন সাধন করেছেন। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৬-১১ মাস বয়সী ৪হাজার ৩২৬ জন শিশুকে একটি নীল ও ১২-৫৯ মাস বয়সী ৩২হাজার ৮৭০ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com