ঢাকা December 10, 2023, 11:55 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শ্রীবরদীতে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগ

Admin
August 14, 2021 11:14 am | 347 Views
Link Copied!

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ২৬ বছর বয়সী এক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ১১ আগস্ট বুধবার উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া দক্ষিণ পাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এঘটনায় ১৪ আগস্ট শনিবার ওই প্রতিবন্ধীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে।

প্রতিবন্ধী পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের সামছলের ছেলে হারেছ (৪৫) এর বাড়ি পাশ দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিল বাক ও শারীরিক প্রতিবন্ধী ওই নারী। হারেছের বাড়ি লোকজন ওই দিন বিয়ের দাওয়াত খেতে য়ায়। ফাঁকা বাড়িতে হারেছ অবস্থান করছিল। এসময় বাড়ির পাশ দিয়ে ওই প্রতিবন্ধী যাওয়ার সময় হারেছ তাকে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে প্রতিবন্ধী বাড়িতে গিয়ে আকার-ইঙ্গিতে তার মাকে ঘটনার বিবরণ জানায়। অভিযুক্ত হারেছ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়। পরে শনিবার সকালে প্রতিবন্ধীর মা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে। প্রতিবন্ধীকে মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামীকে গ্রেফতার করতে অভিযান চলছে।