ঢাকা April 19, 2024, 4:23 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে বন্যপ্রাণী হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

Admin
November 12, 2021 11:13 am | 389 Views
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: “বন্যপ্রাণীর প্রতি সহিংসতা রুখো” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বন্যপ্রাণী সংরক্ষণে বনবিভাগের ব্যর্থতায় অব্যাহত পরিকল্পিত হাতি হত্যাকান্ডে জড়িতের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সেব দ্যা ন্যাচার অব বাংলাদেশ। ১২ নভেম্বর শুক্রবার দুপুরে সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের আয়োজনে শ্রীবরদী চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেব দ্যা ন্যাচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ.ন.ম. মোয়াজ্জেম হোসনে। তিনি বলেন, বন্যপ্রাণী শিকার, ধরা, মারা, ক্রয়-বিক্রয়, পাচার, দখলে রাখা বা খাওয়া ও বাঘ বা হাতি হত্যা “বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী” দন্ডনীয় অপরাধ। গত ৯ তারিখে শ্রীবরদী সীমান্তবর্তী গারো পাহাড়ে জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক শর্ট সার্কিটে একটি হাতি মেরে ফেলা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। পরবর্তীতে যেন আর কোন বন্যপ্রাণী হত্য না হয় সেদিকে বন বিভাগের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, বন হোক বন্যপ্রাণীর অভয়ারণ্য।

সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের শেপুর জেলা শাখার সভপতি গোলাম করিব লিটনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়াইল্ড লাইফ রেসকিঊয়ার এন্ড ফটোগ্রাফার আদনান আজাদ আসিফ, সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ। শেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ মেহেদী আলম রনির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর জেলা শাখার আহবায়ক হাসানুজ্জামান সজিব, যুগ্ম আহŸায়ক সাংবাদিক রাশেদুল ইসলাম রনি। এসময় সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেমের সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপিস্থিত ছিলেন। এছাড়াও বন কর্মকর্তার কার্যালয় ঘেরাও এবং হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন সেব দ্যা ন্যাচার অব বাংলাদেশ সংগঠনের নেতৃবৃন্দরা।