শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সেকান্দর আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হালগড়া পূর্বপাড়া গ্রামের ধান ক্ষেতে এ ঘটনা ঘটে। নিহত সেকান্দর আলী ওই গ্রামের মৃত বাহাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বিকেলে সেকান্দর আলী বসত বাড়ির সামনে নিজস্ব ধান ক্ষেতে কাজ করার উদ্দেশ্যে বের হয়। এসময় ধান ক্ষেতে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি তার ছিড়ে পড়ে থাকায় পানিসহ বিদ্যুতায়িত হয়। নিজের অজান্তে সেকান্দর আলী ধান ক্ষেতে নামার সাথে সাথেই ছেড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেকান্দর আলীকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার এসআই নূর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
