বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
শ্রীবরদীতে বিয়ে না করায় প্রেমিকের পুরুষাঙ্গ কর্তন প্রেমিকা আটক

শ্রীবরদীতে বিয়ে না করায় প্রেমিকের পুরুষাঙ্গ কর্তন প্রেমিকা আটক

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে দীর্ঘদিন প্রেম করার পর অন্য মেয়েকে বিয়ে করায় সাবেক প্রেমিকের পুরুষাঙ্গ কর্তন করেছে প্রেমিকা। ঘটনাটি ঘটেছে সাবেক প্রেমিকার নিজ বাড়ি উপজেলার বকচর গ্রামে। পুলিশ রাতেই ওই তরুণীকে আটক করেছে। আহত ওই তরুণকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর ষাইটকাকড়া গ্রামের আবু সামা’র ছেলে জিহান (২৭) ও বকচর গ্রামের আশরাফ আলী’র মেয়ে রিনা (২০) সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বোন। এ সুবাধেই জিহানের সাথে রিনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি পারিবারিকভাবে জিহানের বিয়ে হয় অন্য মেয়ের সঙ্গে। এতে রিনা ভীষণ ক্ষুদ্ধ হয়।
ঘটনার দিন শুক্রবার রাতে রিনা জিহানকে ডেকে নেয় তার নিজ বাড়িতে। রাতে এক পর্যায়ে মেলামেশা করার সময় ধারালো অস্ত্র দিয়ে জিহানের পুরুষাঙ্গ কেটে দেয় রিনা। এসময় তার ডাক চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রিনাকে আটক করে। এসময় রিনা অচেতন হয়ে পরলে পুলিশ পাহারায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত রিনাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com