এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে হতদরিদ্র ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় নগদ টাকা ও চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়ন পরিষদে জি আর এর বরাদ্দকৃত ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ও ২ হাজার ৩শ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, রানীশিমুল ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহমেদ আকন্দ, প্যানেল চেয়ারম্যান-১ আমিজুল ইসলাম, প্যানের চেয়ারম্যান-২ স্বপন মিয়া, ইউপি সদস্য আব্দুর রহিম রিপন, আব্দুর রহিম সহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য রানীশিমুল ইউনিয়নে ৭শ ৫০ জন হতদরিদ্র পরিবারের প্রত্যেকের মাঝে ৫ শত টাকা এবং ২ শ ৩০ জনের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।