শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩২ পূর্বাহ্ন
গত ১২ই জানুয়ারী জামালপুর থেকে প্রকাশিত দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার শেষ পৃষ্ঠায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি। “প্রশান্তি স্কুল এন্ড কলেজ নামে জামালপুর জেলায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই” শিরোনামে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনীক কাহিনী সাজানো হয়েছে। উল্লেখ্য জামালপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় সাবেক প্রশান্তি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত ছিল যা গত ৩১ আগষ্ট ২০২০ ইং সালে উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সহিদুর রহমান বাদল প্রতিষ্ঠানটি বন্ধ করার জন্য জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে প্রতিষ্ঠানটি বন্ধের জন্য আবেদন করেন কিন্তু কোনো আবেদনেই মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটিয়া, গাজীপুর শাখাটি বন্ধের জন্য কোনো আবেদন করেনি। যার কারনে কাপাসহাটিয়ার ওই শাখাটি এখনও বিদ্যমান রয়েছে। এ বিষয়ে সাবেক প্রশান্তি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সহিদুর রহমান বাদল বলেন আমরা শুধুমাত্র বিসিক শাখাটি আবেদন করে বন্ধ করে দিয়েছি। সংবাদদাতাকে মিথ্যে তথ্য দিয়ে এবং আমার নাম ব্যবহার করে একটি কুচক্রীমহল সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি ছাপিয়েছে। যা কোনোভাবেই কাম্য নয়। উপরোক্ত সংবাদের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রশান্তি স্কুল এন্ড কলেজ, কাপাসহাটিয়া, গাজীপুর এর প্রধান শিক্ষক মোঃ সামিনুর ইসলাম।
Leave a Reply
You must be logged in to post a comment.