বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আওতাধীন চিনার চর গ্রামে ৬৮নং সাজালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। করোনা পরবর্তী সময়ে সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলছে।
আজ ১১ অক্টোবর সোমবার ৬৮নং সাজালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রাজ্জাক। এসময় সাথে ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহিদুজ্জামান ও মো: মোস্তাফিজুর রহমান।
পরিদর্শনকালে শিক্ষা অফিসাররা বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের দেখভাল করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি পর্যালোচনা করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়ে উঠার জন্য সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া বিপ্লব জানান, করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের উপস্থিতি ভালো। আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী পাঠদান কার্যক্রম পরিচালনা করছি।
উল্লেখ্য, পরিদর্শনে শিক্ষা অফিসাররা চলমান বিদ্যালয়ের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.