মন্জুরুল হক, বিশেষ প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের চরহরিপুর এলাকায় গৃহবধূ সুমা আক্তার (২২) কে পিটিয়ে হত্যা করার অভিযোগে সরিষাবাড়ি থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে চরহরিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহতের পরিবার সূত্র জানায় বিগত ৫ বছর আগে একই এলাকার সুমা আক্তারের সঙ্গে রহম মন্ডলের পুত্র আলামীন মন্ডলের সাথে বিবাহ হয়। তাদের দুটি সন্তান রয়েছে। সুমার জামাই আলামীন মন্ডল নিয়মিত জুয়া খেলতো। কিন্তু জুয়া খেলতে বাঁধা দেয়ায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার দুপুরে একই ঘটনা ঘটেছিল। পরে সুমা আক্তারকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয় তার স্বামী আলামীন মন্ডল। পরে এ ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য আত্মহত্যার প্রচার চালায় তার পরিবার।
সরিষাবাড়ি থানার ওসি ( তদন্ত) আঃ মজিদ বলেন এ ব্যাপারে নিহতের ভাই জুয়েল আকন্দ বাদী হয়ে আলামীন মন্ডল, তার বাবা রহম মন্ডল ও মাতা ময়না বেগমকে আসামী করে ৩০৬ ধারায় একটি মামলা দায়ের করেছে।
