ঢাকা September 15, 2024, 12:19 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে ঈদুল-ফিতরের নামাজ অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক ।।
চাঁদ দেখা যাওয়ায় দেশের বিভিন্ন স্থানের ন্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরে নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার ১৫ টি গ্রামের মানুষ পৃথক পৃথক তিনটি স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
পৌরসভার বলারদিয়ার,মহাদান ইউনিয়নের উচ্চ গ্রাম,বনগ্রাম তিনটি স্থানে ৩ শতাধিক মুসুলি¬রা এ জামাত আদায় করেন।
দক্ষিণ বলারদিয়ার গ্রামের মাওলানা আজিম উদ্দিন মাস্টার বাড়ী জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল ৮ টায় এ নামাজ আদায় করেন নারী পুরুষ মুসুল্লিারা। এতে ইমাম মাওলানা আজিম উদ্দিন মাস্টার ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
ইমাম মাওলানা আজিম উদ্দিন মাস্টার জানান,দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে উপজেলার শত শত মুসুল্লিরা নামাজ আদায় করছেন।
এতে মুলবাড়ি,বলারদিয়ার, সাতপোয়া, সাঞ্চারপাড়,পঞ্চপীর,পাখাডুবি,বালিয়া,বনগ্রাম,হোসনাবাদ,বাউসী,পুঠিয়ারপাড়,বগারপাড়, পাটাবুগা সহ ১৫ টি গ্রামের প্রায় ৩ শতাধিক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।