বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের সরিষাবাড়িতে ভাটারা উচ্চমাধ্যমিকবিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। শনিবার দুপুর ১ টায় এডহক কমিটির নব নির্বাচিত সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ আলহাজ্ব মুরাদ হাসান এমপি। বক্তব্য রাখেন সরিষাবাড়ি পৌর মেয়র মনির উদ্দিন মনির, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিদায়ী নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আঃ লতিফ। অনুষ্ঠানের শুরুতে প্রায় দুই শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে পোশাক বিতরণ করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।
Leave a Reply
You must be logged in to post a comment.