সরিষাবাড়ী প্রতিনিধি ॥
জামালপুরের সরিষাবাড়ীতে বুধবার বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর তারাকান্দি শাখার ২য় এটিএম বুথ উদ্বোধন হয়। সরিষাবাড়ীর প্রধান শহর শিমলা বাজারে মেইন রোডের আমতলাস্থ আনোয়ার প্লাজায় শাখাটি ফিতা কেটে উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিৎ এর মযমনসিংহ অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব জোন বশির আহম্মদ। ইসলামী ব্যাংক তারাকান্দি শাখার সিনিয়র এসিষ্ট্যোন্ট বাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ব্রাঞ্চ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইসলামী ব্যাংক আরামনগর বাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোখলেসুর রহমান, আওয়ামী লীগ নেতা মন্জুরুল ইসলাম বিদ্যুৎ, এডঃ আঃ আওয়াল, মোঃ সাখাওয়াত হোসেন পল্লব প্রমুখ।
