ঢাকা December 10, 2023, 10:10 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Link Copied!

সরিষাবাড়ী প্রতিনিধি ॥
জামালপুর জেলার সরিষাবাড়ীতে বাসের ধাক্কায় ২ জন মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ১৩ জানুয়ারী বুধবার সকালে উপজেলার বাউসী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, ওইদিন সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামের নিজ বাড়ী থেকে সাইদুর রহমান (২৬) ও আকাশ মিয়া (১৪) নামে দুইজন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে বাউশি ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহত সাইদুর রহমান সরিষাবাড়ি এলাকার চর বরবাড়ীয়ার গ্রামের মোজাম্মেল হক এর ছেলে এবং আকাশ একই গ্রামের বাসিন্দা খোকন মিয়ার ছেলে। আকাশ সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানাগেছে। দুর্ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করে সরিষাবাড়ি থানায় হস্তান্তর করে। এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন এখন পর্যন্ত কোন মামলা হয়নি। কেই আটকও হয়নি। তবে ময়নাতদন্তের জন্য লাশ দুইটি জেলা মর্গে পাঠানো হয়েছে।