শনিবার, ০৩ Jun ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের নিকট সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক হস্তান্তর করলেন শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
২০ মে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই অনুদানের ১ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক তার কাছে হস্তান্তর করা হয়।
অনুদানের চেক হস্তান্তর কালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, সহকারী কমিশনার মাহমুদুল হাসান মাহমুদ, সাদিক আল সাফিন, আকলিমা আক্তার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, হাকিম বাবুলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চেক প্রদানকালে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রতি আন্তরিক। সাংবাদিকদের কল্যানে তিনি সর্বদা পাশে রয়েছেন। আর এই
ট্রাস্টের আওতায় সাংবাদিকরা আপদকালীন সহযোগিতা পাচ্ছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.