বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:০০ পূর্বাহ্ন
হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধ: গত ২৯ মে শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হল ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু’র মৃত্যুতে নাগরিক সমাজ ও জনতার প্রত্যাশার উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। খবর বাপসনিঊজ।
নাগরিক সমাজের সভাপতি ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি প্রধান অতিথি,শিক্ষা মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি প্রধান আলোচক, সাবেক খাদ্য মন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিএমএ সভাপতি ডাঃ মোস্তাফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, আওয়ামী লীগ নেতা এড: বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা এম এ করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার পরিচালনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গণি মিয়া বাবুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা হাজী তুহিন, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আখতারুজ্জামান খোকা, যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের প্রেসিডিয়াম সদস্য নুরুজ্জামান ভুট্টো, সাবেক ছাত্রনেতা শিমুল, ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.