রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
কবিতা : জুতোবদন । কবি : মো: জাকির হোসেন অপু কবিতা : বারবনিতা লেন । কবি : মো: জাকির হোসেন অপু অবশেষে জামালপুর থেকে ছাড়বে ‘বিজয় এক্সপ্রেস’ একনজরে আওয়ামী লীগের ২৯৮ প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন এমপি মুরাদ! নৌকার টিকিট পেলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম দৈনিক সত্যের সন্ধানের প্রতিদিন পত্রিকার কর্মকর্তা—কর্মচারীদের জন্য বাংলালিংক কর্পোরেট সিমের চুক্তি সম্পন্ন জামালপুর প্রেসক্লাবের হেভিওয়েট ৬ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ১০ নভেম্বর মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাষ্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট — ২০২৩ সিজন—২ এর ফাইনাল খেলা
সেরা করদাতা সম্মাননা পেল বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া

সেরা করদাতা সম্মাননা পেল বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া

স.স.প্রতিদিন ডেস্ক ।।

আবারও সেরা করদাতা সম্মাননা গ্রহণ করেছে দেশের বৃহৎ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড- ইডব্লিউএমজিএল। প্রতিষ্ঠানটি গত ২০১৯-২০ কর বছরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে দ্বিতীয় সর্বোচ্চ আয়কর প্রদানকারি নির্বাচিত হওয়ায় সেরা করদাতা সম্মাননা হিসেবে ট্যাক্স কার্ড পেয়েছে।

গত বৃহস্পতিবার রাজধানীর সেগুণ বাগিচায় কর অঞ্চল- ৫ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কর কমিশনার সোয়ায়েব আহমেদের কাছ থেকে ইডব্লিউএমজিএলের পক্ষে সেরা করদাতা সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক আব্দুল মান্নান। এ সময়ে তার সঙ্গে ছিলেন ইডব্লিউএমজিএলের আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট আশরাফ হোসেন খান।  প্রসঙ্গত, প্রতিবছর কেন্দ্রীয়ভাবে সকল সেরা করদাতাকে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হলেও, এবার করোনা মহামারির কারণে তা হয়নি। তবে কেন্দ্রীয় ভাবে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর সারাদেশে একযোগে অনলাইনের সেরা করাদাতা সম্মাননা প্রদানের আয়োজন করেছে। সারাদেশে সকল কর অঞ্চলে একযোগে আয়োজিত অনুষ্ঠানে ব্যক্তি ক্যাটাগরিতে ৭৬ জন, কোম্পানিতে ৫৩ ও অন্যান্য ১২ সহ এই তিন ক্যাটাগরিতে মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদান করেছে এনবিআর। এই ট্যাক্স কার্ড প্রদানের লক্ষ্যে ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ের যোগ্য করদাতার নামে সংক্রান্ত গেজেট গত ২০ জানুয়ারি প্রকাশ করে এনবিআর। জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০১৯-২০ কর বছরে ট্যাক্স কার্ড প্রদানের লক্ষে ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ের যোগ্য করদাতার নাম প্রকাশ করা হয়েছে। ওই গেজেট অনুযায়ী- প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড- ইডব্লিউএমজিএলের সঙ্গে আরও ট্যাক্স কার্ড পেয়েছে মিডিয়া স্টার লিমিটেড, ট্রান্সক্রাফট লিমিটেড এবং মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com