বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন
স.স.প্রতিদিন ডেস্ক ।।
সৌদি আরবের শূরা কাউন্সিলের সদস্য ও রাজদরবারের উপদেষ্টা শেখ আব্দুলল্গাহ বিন সুলেইমান আল-মানিয়া বলেছেন, এ বছর রমজান মাস হবে ৩০ দিনের। জ্যোতির্বিদ্যার গণনা অনুসারে আগাম এ ঘোষণা দেওয়া হলো। ফলে সৌদি আরবে ঈদুল ফিতর পালিত হবে ১৩ মে। আল শরৌকের বরাতে মিডল ইস্ট মনিটর মঙ্গলবার এ খবর জানিয়েছে।
এই প্রথম সৌদি আরব হিজরি মাসের তারিখ ঘোষণা করল জ্যোতির্বিদ্যার গণনা অনুসারে। এর আগে সাধারণত প্রচলিত চাঁদ দেখার ভিত্তিতে ঘোষণা করা হতো। আল-মানিয়া বলেছেন, যারা চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখা বন্ধ করতে চান তারা তা করতে পারেন।
সৌদি আরবে রমজান শুরু হয়েছে ১৩ এপ্রিল। পবিত্র এই মাসের শুরু ও শেষ হয় চাঁদ দেখার ভিত্তিতে। চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান বা বছরের অন্যান্য মাস ২৯ নাকি ৩০ দিনের হবে। সৌদি আরবের পর দিন সাধারণত বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.