বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৪:৪৮ পূর্বাহ্ন
জাকিউল ইসলাম, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাইদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সম্পাদক নঈম নিজামসহ ১১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আজ বুধবার (২৫ আগস্ট) সকাল ১১ ঘটিকায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সানন্দবাড়ী বাজারে মোক্তার মোড় এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে মোঃ ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ রশিদুল আলম শিকদার, দৈনিক দুর্জয় বাংলা’ র প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ, ভোরের চেতনা’র উপজেলা প্রতিনিধি জাকিউল ইসলাম জনি, রুদ্র বাংলা প্রতিনিধি আনোয়ার হোসেন রুবেল, দৈনিক মানব কন্ঠ’ প্রতিনিধি জাকিউল ইসলাম, সাংবাদিক বকুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ সম্পাদক নঈম নিজাম, কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলী সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার সাইদুর রহমান রিমন ও রিয়াজ হায়দার, কালের কণ্ঠের এস এম রানা, মোহাম্মদ সেলিম, এবং বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহারকে আসামী করায় তীব্র প্রতিবাদ জানিয়ে অভিলম্ভে মামলা প্রত্যাহারের দাবী জানান।
এছাড়ও ইতিপূর্বে বকশিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানান সাংবাদিক বক্তাগন।
Leave a Reply
You must be logged in to post a comment.