মিজানুর রহমান, নালিতাবাড়ী প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছলিম উদ্দিন নামে পচাত্তর বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার গাছগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গাছগড়া গ্রামের পচাত্তর বছর বয়সী বৃদ্ধ ছলিম উদ্দিন দুপুরে নিজ মিষ্টি আলুর ক্ষেতে কাজ করছিলেন। এসময় প্রতিবেশি কৃষি শ্রমিক ফজল হকের পাঁচ বছর বয়সী কন্যাশিশু ওই বৃদ্ধের কাছে গিয়ে আলু চায়। বৃদ্ধ আলু দেওয়ার কথা বলে নিজ বসতঘরে ডেকে নিয়ে যায়। পরে দরজা চাপিয়ে বিবস্ত্র করে শরীরের স্পর্শকাতর অঙ্গসমূহে হাত দেয়।
এদিকে শিশুটির বোন শিশুটিকে দেখতে না পেয়ে ছলিম উদ্দিনের ঘরের দরজা খোলতেই বিবস্ত্র শিশুটিকে দেখতে পায়। এসময় শিশুটি চিৎকার করে উঠে। পরে তাৎক্ষণিক শিশুটির পরিবার থানা পুলিশে যোগাযোগ করলে পুলিশের এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে আটক করে নিয়ে আসে। তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃদ্ধ ধর্ষণ চেষ্টার ঘটনা অস্বীকার করে মিথ্যা অভিযোগ বলে দাবী করেছেন।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply
You must be logged in to post a comment.