ঢাকা December 10, 2023, 11:18 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বকশীগঞ্জে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু

Admin
June 4, 2021 1:45 pm | 362 Views
Link Copied!

শাওন মোল্লা, জামালপুর সদর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকীহারা ও উত্তর মাইছানিরচর গ্রামে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান, বকশীগঞ্জের উত্তর মাইছানিরচর গ্রামের খলিলুর রহমান বৃষ্টির সময় ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে ক্ষেত থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে হরবাদশার মৃত্যু হয়। এদিকে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে শুকাতে দেয়া খড় আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় আকিজা বেগমের। এছাড়াও মাদারেরচর গ্রামের বুদু মিয়ার দুটি গরু বজ্রপাতে মারা যায়।
নিহতরা হলেন বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকীহারা গ্রামের মহিজল হকের ছেলে হরবাদশা(৪৫), একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী আকিজা বেগম(৩৫) ও উত্তর মাইছানিরচর গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান(৫৫)।