দেওয়ানগঞ্জ প্রতিনিধি ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন। গত ২৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশপত্রে নির্বাচন স্থগিতের কথা জানানো হয়। ২৮ ফেব্রুয়ারি এ নির্বাচন হওয়ার কথা ছিল। তবে নির্বাচন স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি ওই আদেশপত্রে। ওই আদেশে বলা হয়েছে, দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।