নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদ ভবন ধসে পড়ার আশংকা দেখা দিয়েছে। প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় কেন্দুয়া ইউনিয়ন পরিষদ ভবন মাত্র তিন বছরেই ভবনে দেখা দিয়েছে ফাটল। দেবে গেছে ফ্লোর, ভবনের নিচ থেকে চলে যাচ্ছে মাটি। যার কারনে আতংকের মধ্যে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন ইউপি চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান মঞ্জু সহ সকল ইউপি সদস্যগণ। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান মঞ্জু বলেন, তিন বছর আগে ভবনটি নির্মাণ করা হয়েছে। এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৮৫ লাখ টাকা। কিন্তু কন্ট্রাক্টর নিন্মমানের কাজ করার কারনে বর্তমানে ভবনে ফাটল দেখা দিয়েছে। ফ্লোর ভেঙ্গে যাচ্ছে এবং ভবনের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমরা আশংকা করছি আমার অফিস সহ এই ঝুকিপূর্ণ ভবনটি যে কোন সময় ধসে পড়তে পারে। এ বিষয়ে কন্ট্রাক্টর শোয়েব তালুকদার বলেন, ভবন নির্মাণের নকশা ক্রটিপূর্ণ থাকার কারনে কিছুটা সমস্যা হতে পারে। তবে ভবনটি দুই বছর আগে চেয়ারম্যানের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সরকার উপজেলা প্রকৌশলী মোঃ রমজান আলী বলেন, ভবনটি আমি পরিদর্শন করেছি। এটা ঝুকিপূর্ন নয়। তবে ভবনের নিচ থেকে যে মাটি সরে যাচ্ছে নতুন মাটি ভরাট করার কারনে এমনটি হয়েছে। দ্রুত এর সমাধান করা হবে।